• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ মে ২০২২  

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। আজ রবিবার (০৮ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানবন্ধনে শতাধিক মটরশ্রমিকরা অংশ গ্রহন করেন।

উপজেলা সদরের বারইখালী গ্রামের ষ্টীলব্রীজ থেকে শুরু করে ভরাঘাটা পর্যন্ত পিচঢালাই রাস্তাটি ৫ বছরের অধিক সময় ধরে চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। রাস্তার পিচ, ইট, খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে বারইখালী, জিউধরা, বহরবুনিয়া ইউনিয়নের শতশত মানুষ দ্রুতযানে চলাচল করতে পারছেন না। শ্রমিকরাও কর্মহীন হবার পথে। রাস্তাটির ওপর আয় নির্ভর শতাধিক ভূক্তভোগী মটর শ্রমিক এটি দ্রুত সংস্কারের দাবিতে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।

জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটির বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ইতোমধ্যে ডিজাইন অনুমোদন হয়েছে। বাকি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা