• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় ঝড়ে গাছ ভেঙে পড়লো ইউএনও’র গাড়ির উপরে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৯ মে ২০২২  

বাগেরহাটে শরণখোলায় আচমকা ঝড়ে একটি চাম্বল গাছ ভেঙে পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির উপর। গতকাল শনিবার দুপুরে শরণখোলার রাজৈর গ্রামের একটি পুড়ে যাওয়া ঘর দেখে ফেরার পথে কাশেমুল উলুম কওমী মাদ্রাসা এলাকায় পৌঁছালে গাড়ির উপর গাছটি পড়ে। এ সময় শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী, দুইজন আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের একজন স্টাফ ছিলেন গাড়িতে। গাছ পড়ায় গাড়ির ব্যাপক ক্ষতি হলেও অখ্যাত রয়েছেন গাড়ির ভিতরে থাকা সবাই। ইউএনওকে বহনকারী গাড়িটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র। এছাড়া শুক্রবার বিকেল ও শনিবার দুপুরের ঝড়ে উপজেলার বেশকিছু ঘর বাড়ি বিধ্বস্ত এবং অসংখ্য গাছপালা ভাঙার খবর পাওয়া গেছে।  
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী বলেন, রাজৈর থেকে ফিরছিলাম। হঠাৎ করে কাশেমুল উলুম কওমী মাদ্রাসা এলাকায় একটি চাম্বল গাছ আমার গাড়ির উপর ভেঙে পড়ে। গাড়ির ক্ষয়ক্ষতি হলেও আমাদের কোন সমস্যা হয়নি। তিনি আরও বলেন, দুই দিনের কালবৈশাখির ঝড়ে শরণখোলা উপজেলার বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা