• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

অনুমোদন ছাড়া আইসক্রিম তৈরি করায় মালিকের কারাদণ্ড

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ জুন ২০২২  

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই আইসক্রিম তৈরি ও বিপণনের অপরাধে ‘লিটন সুপার আইসক্রিম মিলস’র মালিক লিটন শিকারীকে (৩২) ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (০১ জুন) দুপুরে উপজেলার বারুইখালী এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাসেম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ আদেশ দেন। এসময় কারখানা থেকে স্পিডের নকল প্যাকেট, রাসায়নিক কেমিক্যাল, কাপড়ের রং, ময়দা, কেমিক্যাল ফরমালিনসহ আইসক্রিম ও কোমল পানীয় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে সেগুলো সবার সামনে নষ্ট করা হয়।

পরবর্তীকালে সাজা শেষে সরকারি নিয়মকানুন মেনে ফ্যাক্টরি পরিচালনা করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাসেম বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া আইসক্রিমসহ বিভিন্ন কোমল পানীয় তৈরি করতো তারা। এছাড়া কিছু নামিদামি কোম্পানির বোতল ও মোড়কে নিম্নমানের নকল খাদ্য পণ্য বিক্রি করতো যা মানবদেহের জন্য ক্ষতিকর।

এসব কারণে ভোক্তা অধিকার আইনে লিটন সুপার আইসক্রিম মিলসের মালিক লিটন শিকারীকে (৩২) ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা