• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সুন্দরবনে ভ্রমণ ও মাছ ধরায় ৩ মাসের নিষেধাজ্ঞা চলছে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ জুন ২০২২  

জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও প্রজনন মৌসুমের কারণে সুন্দরবনে টানা তিন মাস ভ্রমণ ও মাছ ধরা নিষিদ্ধ করেছে বন বিভাগ। খুলনা বিভাগীয় বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, “প্রজনন ঋতুর কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সেখানে মাছ ধরা ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে।” বিভাগীয় বন সংরক্ষক আরও বলেন, “এই সময়ের জন্য সুন্দরবনের নিরাপত্তা জোরদার করা হবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাশ পারমিট বাতিল করা হয়েছে।
ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা