• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে নতুন ১৬৩ প্রত্নস্থান শনাক্ত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ জুন ২০২২  

বিশ্ব ঐতিহ্যের শহর বাগেরহাটে প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানে ১৬৩টি নতুন প্রত্নস্থান শনাক্ত হয়েছে। শনিবার বিকেলে বাগেরহাট জাদুঘরের সেমিনার কক্ষে সদর উপজেলার প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম ২০২১-২২ এর অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১৮৪ গ্রাম এবং বাগেরহাট পৌর এলাকায় এই জরিপ চালায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সর্বোচ্চ ৭৩টি প্রত্ন সাইটের সন্ধান মিলেছে ষাটগম্বুজ ইউনিয়নে। কাড়াপাড়া ইউনিয়নে ৩৮টি এবং পৌরসভা এলাকায় ১৫টি।

বাগেরহাটে বর্তমানে ষাটগম্বুজ মসজিদ, হযরত খান জাহান (রহ.)-এর মাজার, খান জাহান নির্মিত প্রাচীন সড়ক, চুনখোলা মসজিদ, সিঙ্গাইর, রণবিজয়পুর (দরিয়া খাঁ), নয়গম্বুজ, দশগম্বুজ মসজিদসহ ১৭টি সংরক্ষিত পুরাকীর্তি রয়েছে।

১৫০০ শতকে খান জাহান নির্মিত আরও অনেক স্থাপনা ও নিদর্শন ছড়িয়ে আছে বাগেরহাটে। ১৯৮৩ সালে এসব স্থাপনাকে ইউনেস্কো ‘ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট’ হিসেবে স্বীকৃতি দিয়ে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে।

বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ যায়েদ জানান, নতুন সন্ধান পাওয়া সাইটসহ বাগেরহাট সদরে মোট ১৮০টি প্রত্ন সাইট শনাক্ত হলো। এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ স্থান ও নিদর্শন সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে।

অবহতিকরণ সভায় খানজাহানিয়া গণবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাক্ষ শেখ সাইফ উদ্দিন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু উপস্থিত ছিলেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা