• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোড়েলগঞ্জে বৃদ্ধ দিনমজুরকে গলাকেটে হত্যা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ জুন ২০২২  

বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ রান্নাঘর থেকে মোকলেসুর রহমান খান(৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার মধ্য তেলিগাতী এলাকায় ওই বৃদ্ধের রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সকালে ওই বৃদ্ধের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে বাড়িতে একা থাকায় রাতের কোন এক সময় কেউ হত্যা করে ফেলে রেখেছে।

নিহত কৃষক মধ্যম তেলিগাতী গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে। তার স্ত্রী ও ৭ জন সন্তান রয়েছে।

তবে, ঘটনার রাতে সে একাই বাড়িতে ছিলেন। কারা কি কারনে মোকলেসুর রহমানকে গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

তার গলা অর্ধেকের বেশি ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ সময় তার পরিহিত গায়ে গেঞ্জি ও পরনে লুঙ্গি উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। ডান হাতে একটি টর্চ লাইট ও পাশে একটি হাড়িতে মাংস রান্না রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জানা গেছে, ঘটনার রাতে ওই বাড়িতে তার স্ত্রী রিজিয়া বেগম ও সন্তানেরা কেউ বাড়িতে ছিলোনা। রিজিয়া বেগম দেড় মাস ধরে বড় ছেলে ইমা খানের বাগেরহাটের বাড়িতে চিকিৎসার জন্য রয়েছে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাচ্চু খান বলেন, দীর্ঘ ৪০/৫০ বছর ধরে বাগেরহাটের লিটু সাহেবের গ্রামের বাড়ির যায়গায় মোকলেসুর রহমান বসবাস করে আসছে। তার কোন নিজস্ব জমিজমা নেই। দিনমজুরের কাজ করে সংসার চলতো তার।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, মোকলেসুর রহমান নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। হত্যার রহস্য উদঘাটনে আমরা কাজ শুরু করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা