• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

স্বপ্নের পদ্মা সেতু খুলে দেয়ায় মোংলায় উৎসবের র‌্যালী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জুন ২০২২  

পদ্মা সেতুর উদ্বোধন ও খুলে দেয়া উপলক্ষে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ মিছিল ও র‌্যালী বের করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহনে বর্নাঢ্য এ আনন্দ র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চত্তরের সামনে থেকে র‌্যালীটি বের হয়।  

র‌্যালীটি সকাল সাড়ে ১০টায় পৌর শহরের জাতির পিতা বঙ্গবন্ধুর মুর‌্যাল চত্তর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অংশ গ্রহনকারীরা। শহর ঘুরে এসে পুনরায় উপজেলার সামনে এসে র‌্যালীটি শেষ হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বড় পর্দায় সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষক শিক্ষার্থীসহ যারা উদ্বোধনী অনুষ্ঠান ও জনসভায় যেতে পারেননি। এদিকে সড়ক পথে বাস, মটরসাইকেল, মাইক্রোবাস যোগে ও নৌ-পথে মোংলাসহ উপজেলা বিভিন্ন এলাকা থেকে ২০টির মতো লঞ্চ তিন শতাধিক জালী বোর্ট ও ইঞ্জিন চালিত শতাধিক ট্রলারযোগে ভোর হতেই কাঠালবাড়ি জনসভা স্থলে গিয়ে যোগ দেন মোংলার কয়েক লক্ষাধিক মানুষ।

এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা-রামপাল (সার্কেল)’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিব ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক অধ্যক্ষ বাবু সুনিল কুমার বিশ্বাস, মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুল ইসলামসহ উপজেলা, পৌরসভা ও মোংলা থানার পুশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, দলীয় ও স্থানীয় কয়েক শতাধিক নারী-পুরুষ এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা