• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পুলিশের অভিযানে দুর্ধর্ষ ৭ কিশোর মোটরসাইকেল চোর গ্রেফতার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১২ জুলাই ২০২২  

মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে সাত কিশোরকে গ্রেফতার করেছে। তাদের পেশাই হচ্ছে মোটরসাইকেল চুরি ও বিক্রি করা। গ্রেফতারের পর তাদের কাছ থেকে চোরাই ৪ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। শনি ও রোববার দুইদিন বাগেরহাটের মোল্লাহাট ও পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। সিন্ডিকেটের মাধ্যমে এই চোর চক্র বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা এবং নড়াইল জেলার বিভিন্ন এলাকায় চুরি ও চোরাই মোটর সাইকেল বিক্রি করে আসছিল বলে পুলিশ জানায়।

আটক চোরেরা হল, মোল্লাহাটের উদয়পুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আলামিন শেখ (২১), মো. শাহাদৎ হোসেন বাবুর ছেলে শেখ শাহরিয়ার ইসলাম (২০), মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফ জামান শাকিল (১৯), আনোয়ার মল্লিকের ছেলে মিতুল মল্লিক (১৯), সুমন্ত সরকারে ছেলে সুব্রত সরকার (২০), আকমন শেখের ছেলে মো. আমিনুর শেখ (২২), মৃত খোকা শেখের ছেলে মো. ইসলাম শেখ (২০) এদের প্রত্যকের বাড়ি গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোহাম্মদ মিঠুন উদ্দিন খানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গত শনি ও রোববার দুই দিন অভিযান চালিয়ে চোরাই ৪টি মোটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের ৭ কিশোর সদস্যকে আটক করে। তিনি আরও জানান, তারা সিন্ডিকেটের মাধ্যমে একের পর এক হাতবদল করে বাগেরহাটসহ চারটি জেলার বিভিন্ন উপজেলায় চোরাই মোটরসাইকেল বিক্রি করে আসছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা