• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড প্রদান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ জুলাই ২০২২  

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, সাউথখালী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম খোকন, সুন্দরবন সাব সেক্টরের যুদ্ধকালীন কমান্ডার এম আফজাল হোসাইন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাবেক সভাপতি বাবুল দাস, সাংবাদিক আমিনুল ইসলাম সাগর প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো ৪২২ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও ২০৪ জনকে স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়। এই স্মার্ট কার্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধারা সকল সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা