• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাট উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২  

ফকিরহাট সদর বাজার থেকে ভৈরব নদীতে যাওয়ার একটি রাস্তার উপর একটি মহল ৫০বছর আগে অবৈধ ভাবে একটি পাঁকা ঘর নির্মাণ করেন। যে কারনে উক্ত পথ দিয়ে নদীতে যাতায়াতে সীমাহিন সমস্যার সৃষ্টি হয়ে আসছিল। ওই বাজারের দোকানদার ও ব্যবসায়িরা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এরই প্রেক্ষিতে শনিবার (৩০জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এর হস্তক্ষেপে রাস্তার উপর নির্মিত অবৈধ পাঁকা ঘরটি উচ্ছেদ করা হয়। ঘরটি উচ্ছেদ ও রাস্তাটি চলাচলে উন্মুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ী মহল।
স্থানীয়রা জানান, হারুনার রশিদ নামের এক ব্যবসায়ী গোডাঊন হিসেবে ব্যববহার করে আসছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি গোডাউন থেকে সকল মালামাল সরিয়ে নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, দীর্ঘ ৫০বছর ধরে রাস্তার উপর অবৈধ ঘর থাকায় ভৈরব নদীতে চলচলে বিঘ্ন সৃষ্টি হয়ে আসছিল। এদিন ঘরটি উচ্ছেদ করে রাস্তাটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, জেলা প্রশাসকের নির্দেশ রয়েছে খালসহ হাট-বাজার ও রাস্তার পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। তাই যেখানে অবৈধ স্থাপনা দেখা যাবে সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আর এই অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা