• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে দুই জেএমবি সদস্যের ৭ বছরের কারাদণ্ড

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ আগস্ট ২০২২  

বাগেরহাটে দুই জেএমবি সদস্যকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে বাগেরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. খুরশীদ আলম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সারুলিয়া গ্রামের মো. আকবর আলী (৩৩) ও বরগুনা জেলার বান্দর গাছিয়া গ্রামের মেহেদী হাসান ওরফে আবীর (৪২)।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের অক্টোবরে মোল্লাহাট উপজেলা থেকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকার অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে র‌্যাব। ২৭ অক্টোবর র‌্যাব-৬ খুলনার উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক দিলীপ সরকার বলেন, আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় দিয়েছেন। আমরা আসামিদের কারাগারে পাঠিয়েছি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা