• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র সিলগালা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১২ আগস্ট ২০২২  

বাগেরহাটের মোরেলগঞ্জে বি,টি,এফ মেডিকেল ইনিষ্টিটিউট নামের একটি অবৈধ পল্লী চিকিৎসক প্রশিক্ষনকেন্দ্রের পরিচালক মোঃ আবু বকর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা সদরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়ে এই জরিমানার আদেশ দেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। একই সাথে প্রতিষ্ঠানটিকে সিলগালা করার আদেশ দেন তিনি।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন মোরেলগঞ্জে প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু তাদের কোন বৈধ বৈধ কাগজপত্র নেই। যার ফলে প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আবু বকর সিদ্দীককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।ভবিষ্যতে এধরনের অনৈতিক কার্যক্রম পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা