• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সাগরে বিকল ট্রলার, ‘৯৯৯’ এর কল পেয়ে ১৩ জেলে উদ্ধার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২  

বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। ‘৯৯৯’ থেকে ফোন পেয়ে সোমবার (১৫ আগস্ট) সকালে বঙ্গোপসাগরের শ্যালারচর এলাকা থেকে ‘ছোট হুজুররে দোয়া’ নামক ফিশিং ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেদের সবাই সুস্থ আছেন।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার গোয়েন্দা কর্মকর্তা লে.কমান্ডার এম মামুনুর রহমান বলেন, রোববার (১৪ আগস্ট) রাতে জরুরি সেবা ‘৯৯৯’ থেকে আসা একটি ফোন কলের মাধ্যমে জানতে পারি ইঞ্জিন বিকল হয়ে একটি ফিশিং ট্রলারে ১৩ জেলে বঙ্গোপসাগরে ভাসছেন। এরপর আমরা ভাসতে থাকা জেলেদের নিরাপদে উদ্ধার করেছি। । তারা সবাই সুস্থ আছেন। উদ্ধার করা জেলেদের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তারা একটি ট্রলারে করে শরণখোলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

ছোট হুজুররে দোয়া”নামক ফিশিং ট্রলারটি ১২ আগস্ট ২০২২ ভান্ডারিয়া উপজেলা থেকে ১৩ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে আসে। ১৩ আগস্ট সকাল থেকে ফিশিং  ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে সাগরের মধ্যে ভাসতে থাকে। পরর্বতীতে তারা ভাসতে ভাসতে শ্যালাচর এলাকায় আসে। টেলিটক ফোন দিয়ে  ৯৯৯ এ ফোন করে তাদের সমস্যার কথা জানায়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা