• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে মৎস্য আড়ৎ ও ফিলিং স্টেশনে অভিযান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২  

ফকিরহাট ফলতিতা মৎস্য বাজার, ফকিরহাট বিশ্বরোড বাসস্ট্যান্ড ও ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮টি মামলা ও ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগষ্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন।
এসময় ৪টি মৎস্য আড়তে বাটখারার নির্ধারিত ওজনের কম এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৮টি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত আড়ৎগুলো হলো, মেসার্স মেঘনা ফিস ৩০ হাজার টাকা, অন্তরা মৎস্য ফিস ২০ হাজার টাকা, শাপলা মৎস্য আড়ৎ ২০ হাজার টাকা, ঠান্ডা মাসুদ ও জুয়েল মৎস্য ভান্ডার ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত
এছাড়া খুলনা-ঢাকা মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ফকিরহাট বিশ্বরোড বাসস্ট্যান্ড মোড়ে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় চৌধুরী পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, উপজেলার মেসার্স খান ফিলিং স্টেশনে ক্রেতাদের জ্বালানী তেল পরিমাপে কম দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, খুলনার বিএসটিআই ইন্সপেক্টর রনজিৎ কুমার মল্লি¬ক। ফকিরহাট মডেল থানার এএসআই আনোয়ার হোসেনসহ একটি পুলিশের দল অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা