• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

জাতীয় শোক দিবসে পুরস্কিত ওরা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২  

পনেরো আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী এক হত্যাকান্ডের ঘটনায় বাংলাদেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারায়। ঘাতকেরা তাঁকে হত্যা করলেও তিনি দেশের মানুষের হৃদয়ে স্থান নিয়েছেন। শোকের দিনে বাঙালিরা তাঁদের মহান নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। স্মরণ করে কোমলমতি শিশু শিক্ষার্থীরাও। দিবসটিকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও পালন করা হয় বিভিন্ন কর্মসূচি। আর সেই কর্মসূচির মধ্যে আয়োজিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবি অঙ্কন ও কবিতা আবৃত্তি করে প্রথমস্থান অর্জন করে জাতীয় শোক দিবসে ওরা পুরস্কিত হয়েছে। পুরস্কার বড় কথা নয়, দিবসটি পালনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবাহমান থাকবে। বুধবার (১৭ আগস্ট) দুপুরে কথা গুলো বললেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যানী রানী বাড়ই।

তিনি আরও জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এদিন সূর্যোদয়ের ক্ষণে বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা করা হয়। এরপর দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবি অঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় পল্লী কবি জসিম উদ্দিনের মামার বাড়ি কবিতা আবৃত্তি করে প্রথম শ্রেণীতে প্রথমস্থান অর্জন করে সামিরা সুলতানা ছোঁয়া। দ্বিতীয় শ্রেণীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আমি হব কবিতা আবৃত্তি করে প্রথম হয়েছে জায়মা মারিয়াম ও তৃতীয় শ্রেণীতে কুসুম কুমারী দাসের আদর্শ ছেলে কবিতা আবৃত্তি করে তৃষা বিশ্বাস প্রথম হয়। বঙ্গবন্ধুর ৭ মার্র্চের ভাষণের ছবি অঙ্কন করে চতুর্থ শ্রেণীর ওসমান গনি ও দীঘি রানা পৃথক ভাবে প্রথমস্থান অর্জন করেছে। প্রথমস্থান অর্জনকারী সকলকেই জাতীয় শোক দিবসে পুরস্কিত করা হয়েছে। পুরস্কার বিতরণের পর মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনা এবং খাবার বিতরণ করা হয়। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা