• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পিলার খুড়তে গিয়ে ধরা খেয়ে গণপিটুনির শিকার, আটক ৭

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২  

ম্যাগনেট/পিলার খুড়তে গিয়ে স্থানীয়দের হাতে ধোলাই খেয়ে পুলিশে সোপর্দ হয়েছে সাত যুবক। গভীর রাতে মাটি খুড়ে পিলারের সন্ধান করতে গেলে লোকজন তাদেরকে ধরে গণপিটুনি দিয়ে রাতেই পুলিশে দিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ ৫৪ ধারায় মামলা দিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন।

তারা হলেন, মোংলা উপজেলার মধ্যহলদিবুনিয়া গ্রামের কেরামত আলী শেখের ছেলে হযরত আলী (৩০), আমড়াতলা গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে বায়জিদ শেখ (৩৫), মিঠাখালী গ্রামের আকবর আলীর ছেলে সেকেন্দার শেখ (২৫), মাহমুদ শেখের ছেলে জনি শেখ (২৩), সোনাখালী গ্রামের সুদাস মন্ডলের ছেলে রতন মন্ডল (২০), বাগেরহাট সদরের উত্তর কাড়াপাড়া গ্রামের শেখ আব্দুল করিমের ছেলে আবুল হাসান (৩৪), রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের ইলিয়াছ গাজীর ছেলে জসিম গাজী (২৫)।

মোংলার মিঠাখালী ইউনিয়নের চটেরহাট ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ রেজা জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খড়খড়ে গ্রামের বাসিন্দা মারুফ মোল্লার বাড়ীতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ৭ যুবক মাটি খুড়ে ম্যাগনেট/পিলারের সন্ধান করছিলো। তখন মাটি খুড়া ও লোকজনের আলাপ টের বাড়ী ওই বাড়ীসহ আশপাশের লোকজন এসে তাদেরকে ধরে গণপিটুনি দেয়। এরপর চটেরহাট ফাঁড়ি পুলিশকে খবর দিলে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। পরে চটেরহাট ফাঁড়ি পুলিশ বুধবার সকালে তাদেরকে মোংলা থানায় হস্তান্তর করেন।

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, আটককৃতদের কাছে কোন কিছুই পাওয়া যায়নি। তাই তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে। এ বিষয়ে আরো তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা