• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে প্রাকৃতিক জলাশয় দেশীয় মাছ উন্মুক্ত কার্যক্রম অব্যহত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২  

ফকিরহাটে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষনের জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে খালের অবৈধ জাল-পাটা অপসারণের মাধ্যমে জলের অবাধ প্রবাহ নিশ্চিত করা হয়।
আজ দুপুরে উপজেলার বেতাগা ইউনিয়নের রেকর্ডভূক্ত মাসকাটা খালের এ জালপাটা অপসরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, খালে বিলের প্রাকৃতিক পরিবেশে দেশীয় প্রজাতির মাছ বেড়ে ওঠে। কিন্তু কিছু অসাধু মানুষ জালপাটার মাধ্যমে প্রাকৃতিক এসব খাল বিল আটকে দেশীয় প্রজাতির মাছ বিনাশ করছে। নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অবৈধ জালপাটা অপসারণ করা হচ্ছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা