• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাড়ে ৫ লাখ টাকার তামার তারসহ আটক ১

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২  

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩৪০ কেজি তামার তারসহ ১ চোরকে আটক করেছে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ান রামপাল ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (৩০ আগস্ট) গভীর রাতে বিদ্যুৎ কেন্দ্রের সীমানা লাগোয়া জঙ্গল থেকে এই তার উদ্ধার করা হয়।আটক মোঃ আশরাফুল হাওলাদার (৩১) রামপাল উপজেলার গৌরম্ভা এলাকার মোঃ নুরুদ্দীন হাওলাদার ছেলে।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন ৩ আনসার ব্যাটালিয়ানের উপ-পরিচালক চন্দন দেবনাথ।

তিনি বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩ আনসার সদস্যরা তাপ বিদ্যুৎ কেন্দ্রের পিছনের বন এলাকায়অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ৩৪০ কেজি তার উদ্ধার, বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং চোরাই চক্রের একজনকে আটক করে।  উদ্ধারকৃত মালামালসহ আটক আসামীকে রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা