• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২  

বাগেরহাটে সচেতন নাগরিক কমিটির (সনাক-টিআইবি) উদ্যোগে রবিবার দুপুরে ২৫০ শয্যা শেখ রাজিয়া নাসের হাসপাতাল, বাগেরহাটে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার সমাদ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন, টিআইবি‘র এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক বাবুল সরদার।
আন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: এস. এম. এ জব্বার ফারুকী, সনাক সহ-সভাপতি ফরিদা রহমান, ইয়েস দলনেতা শারমিন আক্তার প্রিয়া, ইয়েস সদস্য নাসরিন সুবর্ণা, সক্রিয় নাগরিক গ্রুপ এর সমন্বয়কারী রেহেনা পারভীন, সহ-সমন্বয়কারী ফাতেমা আক্তার, মিথুন সরদার, সদস্য ইতিকা পাল, ইসরাফিল সরদার, সোনিয়া আক্তার প্রমুখ।
সভায় হাসপাতালের সেবা সম্পর্কিত বিষয়ে সেবাগ্রহীতাদের মন্তব্য তুলে ধরা হয় এবং সনাক কর্তৃক গঠিত হাসপাতাল কেন্দ্রিক অ্যাক্টিভ সিটিজেন গ্রুপের সদস্যদের কর্তৃপক্ষের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। অধিকাংশ সেবাগ্রহীতাগণ সেবায় সন্তোষ প্রকাশ করেছেন। গাইনী ওয়ার্ডের সেবাসহ হাসপাতালের সার্বিক পরিবেশ ভাল বলে অনেকে মন্তব্য করেছেন। তবে সমস্যা হিসেবে যেসকল বিষয় সেবাগ্রহীতাগণ চিহ্নিত করেছেন তা হলো, যততত্র গাড়ী পার্কিং, টিকেট কাউন্টারে সিরিয়াল মেইন না করা; টিকেট কাউন্টারে অনেক ভীড় থাকে (জনবল বৃদ্ধি করা যায় কিনা); শিশু ওয়ার্ডে চিকিৎসার মান ভালো কিন্তু শয্যা সংকট; প্রেসক্রিপশনের সকল ঔষধ না পাওয়া ইত্যাদি।
সভায় বক্তাগণ বলেন, ২৫০ হাসপাতাল ঘোষণা হলেও ৫০ শয্যারও কম জনবল দিয়ে চিকিৎসা সেবা প্রদান করতে হচ্ছে। অথচ রোগীর চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নানা সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ যথাসাধ্য সেবা প্রদান করে যাচ্ছেন।
তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার সমাদ্দার বলেন, সেবা নেওয়ার মনোভাব নিয়ে সেবাগ্রহীতাদের সেবাগ্রহণ করতে হবে। প্রতিদিন আউটডোরে অর্ধ-সহস্রাধিক মানুষ সেবাগ্রহণ করছেন। টিকেট কাউন্টার বৃদ্ধি করা হয়েছে। কর্মীগণ যাতে আরো ভাল করতে পারে সেজন্য তাদের উৎসাহিত করা হচ্ছে। যত্রতত্র যাতে গাড়ি পার্কিং করতে না পারে সেজন্য আইন শৃংখলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। সীমিত জনবল দিয়ে কাঙ্খিত সেবাপ্রদানের জন্য আমরা সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতায় এ হাসপাতালের সেবারমান আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা