• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জেলে আটক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২  

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জেলেকে আটক করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে টহল দেওয়ার সময় বন বিভাগের ডুমুরিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা তাদের আটক করে। এসময় দুই বোতল কীটনাশক ও একটি ট্রলার জব্দ করা হয়। আটকৃতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া গ্রামের আলী আজিম খানের ছেলে শাহজালাল খান (২৮), মো. নূর হাকিম হাওলাদারের ছেলে নিরু হাওলাদার (৩৫) ও মিজান হাওলাদারে ছেলে আরিফ হাওলাদার (২০)। শরণখোলা রেঞ্জের বগী ষ্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা