• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে মানসম্মত শিক্ষারমান উন্নয়নে অভিভাবক সমাবেশ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২  

ফকিরহাটে মানসম্মত শিক্ষারমান উন্নয়ন ঝরেপড়া রোধ, শ্রেণী কক্ষে উপস্থিতির হার বৃদ্ধি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর শুভ উদ্ভোধন, গুনিদের সংবর্ধনা প্রদান ও মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় পূর্নাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় রুপে রুপান্তর করা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠান শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষাবিদ দাশ শিশির কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন, শেখ হেলাল উদ্দীন ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বটু গোপাল দাস ও পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম।

সহকারী শিক্ষক মোঃ মাহাবাবুর রহমান এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, বেতাগা ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী শেখ। এসময় আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাশ, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পুষ্প রানী দেবনাথ, অভিভাবক সদস্য নিজাম উদ্দিন ফকির, আব্দুর রশিদ, ছাত্র শাহীন ফকির ও ছাত্রী শরিফা খাতুন।

এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ইউনিসেফ এর খুলনা বিভাগীয় পরামর্শক নির্বাচিত হওয়ায় তাঁকে ও শেখ হেলাল উদ্দীন ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বটু গোপাল দাসকে খুলনা বিভাগের সেরা অধ্যক্ষ ও শেখ হেলাল উদ্দীন ডিগ্রী মহাবিদ্যালয় খুলনা বিভাগের সেরা কলেজ নির্বাচিত হওয়ায় দু’গুণীজনকে সংবর্ধনা প্রদান করা ছাড়াও শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর শুভ উদ্ভোধন করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা