• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটে বাল্যবিয়ে রোধে তথ্যকার্ড বিতরণ ও সচেতনতা সভা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২  

মোল্লাহাটে ব্র্যাক আয়োজিত গাড়ফা পল্লী সমাজের কিশোরীদের মাঝে বাল্যবিবাহ রোধে তথ্যকার্ড বিতরণ ও সচেতনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার গাড়ফা গ্রামের ঝর্না সরকারের বাড়িতে এ তথ্যকার্ড বিতরণ ও সচেতনতা সভা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ও তথ্যকার্ড বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: ওয়াহিদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী ইদ্রিস আলী ও সেলফ প্রজেক্ট ম্যানেজার পলাশ হালদার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারন সম্পাদক এম এম মফিজুর রহমান, তথ্যআপা সহকারী হাবিবা আক্তার, লাবনী ও সোনিয়া আক্তার, রূপান্তর ক্রেইন প্রকল্পের সমন্বয়ক আব্দুল করিম, দেড়বোয়ালিয়া স্কুলের শিক্ষক জাহানারা পারভীন লিপি ও পপি আক্তার, ব্র্যাক আইন সহায়তা ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠক কোহিনুর আক্তার, কিশোর-কিশোরী কার্যালয়ের পরিচালক সজিব সরকার সহ গাড়ফা পল্লীসমাজের সকলে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা