• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে এসএসসি পরীক্ষার নিয়ম ভঙ্গ, জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২  

বাগেরহাটের চিতলমারী উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে নিয়ম ভাঙার দায়ে দুটি বই ও একটি ফটোকপি দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চিতলমারী বাজারে অভিযান চালিয়ে প্রতিটি দোকানকে দুই হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।

অর্থদণ্ডাদেশপ্রাপ্ত দোকানগুলো হলো- ভাই ভাই লাইব্রেরী, আসলাম লাইব্রেরী ও একটি ফটোকপির দোকান।
 
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা জানান, চিঠির মাধ্যমে জানানোর পরেও চিতলমারী বাজারে তিনটি দোকান এসএসসি পরীক্ষার নিয়ম ভঙ্গ করে দোকান খোলা রাখে। সেই অপরাধে দোকানগুলোকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা