• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২  

বাগেরহাটের ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে মূলঘর চিত্রা নদীতে ৬২তম গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে। বাঙালি সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর ও নারী-পুরুষেরা আনন্দে মেঠে উঠে।

শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। এতে ১০টি নৌকা অংশগ্রহণ করে। উৎসবমূখর এ নৌকাবাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে অনুষ্ঠিত নৌকাবাইচ এর আয়োজন করে ত্রি-পল্লী মাঝি মিলন সংঘ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো.আবু বকর, র ত্রি-পল্লী মাঝি মিলন সংঘের নরেন্দ্রনাথ মজুমদার, পিযুষ কান্তি সরকার, মহাদেব বিশ্বাস মদন প্রমূখ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা