• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে জমে উঠেছে পুনাক শিল্প ও পণ্যমেলা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২  

সুসজ্জিত তোরণ, দৃষ্টিনন্দন পানির ফোয়ারা আর নজরকাড়া আলোকসজ্জায় বাগেরহাটে জমে উঠেছে পুনাকশিল্প ও পণ্যমেলা। পছন্দের পণ্য কিনতে মেলায় ভিড় করছেন তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ। সুবিশাল পরিসরে নান্দনিক সজ্জায় সাজানো হয়েছে পুরো মেলা প্রাঙ্গণ। সব বয়সের মানুষ কেনাকাটা শেষে উপভোগ করছেন বিভিন্ন রাইডে চড়ার আনন্দ।
বাগেরহাট পুরাতন পুলিশ লাইন সংলগ্ন মাঠে আলোকরশ্মির দৃষ্টিনন্দন খেলা আর নান্দনিক আদলে সাজানো পানির ফোয়ারা আকৃষ্ট করছে শিল্প ও পণ্যমেলায় আগত দর্শনার্থীদের। রকমারি পণ্যের সমারোহে ঠাসা দোকানগুলোতে বেড়েছে ভিড়।

মেলা চত্বরে শিশুদের বিনোদনের জন্য অনেক রাইডস আকৃষ্ট করছে মেলায় আগত শিশুদের। নাগরদোলা, নৌকা, ট্রয় ট্রেন; প্রতিটি রাইডসে চড়ে খুশি শিশুরা।
পরিবার নিয়ে আসা সাইদুর রহমান বলেন, ‘সন্তানদের নিয়ে মেলায় এসেছি। বাচ্চাদের বিভিন্ন রাইডে চড়াসহ বিভিন্ন পণ্য ক্রয় করেছি। অনেক দিন পর এ ধরনের আয়োজন ভালো লেগেছে।’

আয়োজক পুনাকের সদস্য বিলতা মণ্ডল বলেন, ‘পুনাকের উদ্যোগে পুনাকশিল্প ও পণ্যমেলাটি এই প্রথম বাগেরহাটে হচ্ছে। এখানে সবকিছুর সম্ভার রয়েছে, নারী-পুরুষ ও শিশুদের জন্য সব ধরনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, গৃহস্থালি সামগ্রী রয়েছে। শিশুদের বিনোদনের জন্য অনেক সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা আমরা করেছি। বৃষ্টির পর আমরা ব্যাপক সাড়া পাচ্ছি । ৫০টি স্টল দিয়ে সাজানো মাসব্যাপী এ মেলা।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা