• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুয়ায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২  

কচুয়া উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলার সরকারি পুকুরে উপজেলা মৎস্য অফিস কচুয়ার আয়োজনে মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান,কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।এদিন কচুয়া উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে ছোট-বড় মোট ২৫ টি জলাশয়ে ৩৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা