• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালামালসহ ৬ জন গ্রেপ্তার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২  

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া মালামালসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬ এর একটি অভিযানিক দল। শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা স্লুইজগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে চুরি হওয়া ১২শ কেজি লোহার পাইপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তরকৃতরা হলেন, মো: কবির শেখ, মো: বাবু শেখ, মো: জাবের শেখ, মো: মহসিন গাজী, মো: মিকাঈল শেখ ও আবু হুরাইরা মোল্লা।

র‌্যাব ৬ এর পাঠানে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সরকারি বিভিন্ন মালামাল স্থানীয় একটি চক্র চুুরি করে। অনেক ক্ষেত্রে তা জোরপূর্বক ছিনিয়েও নেয় এ চক্রটি। এমন অভিযোগের ভিত্তিতে তারা এলাকাটি নজরদারিতে আনে। এরই মধ্যে শুক্রবার রাতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানীর অর্ন্তভুক্ত গানাত্র হেভী লিফটারস কোম্পানীর ৫ নং ইয়াড থেকে প্রায় ২৯ টি লোহার পাইপ (যার অনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা) চুরি হয়।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৬ এর অভিযানিক দল বাটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা গ্রামের রিমন টের্ডাস নামক রাইস মিলের দক্ষিণপাশের সুইচগেট সংলগ্ন নদীতে ইঞ্জিনচালিত ট্রলারে অভিযান চালিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি যাওয়া মালামালসহ ৬ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে কবির শেখ ডাকাত নামে পরিচিত। তার নামে ১৪ টি মামলা রয়েছে। সে দাকোপ, রামপাল ও বটিয়াঘাটা এলাকায় ত্রাসের রাজত্ব কয়েম করে আসছিল বলে জানানো হয়। এ সময় চৌরাই কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত ট্রলার, একটি মোটরসাইকেল ও ৯ টি উদ্ধার করা হয়। পরবর্তীতে বটিয়াঘাটা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা