• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকার, আটক ১৫

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২  

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় নয় বাংলাদেশি জেলে ও ছয় রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানা থেকে তাদের আটক করা হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আটকদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটক রোহিঙ্গারা হলেন- নুর আলম (৪০), আলী জোহার (২৮), জাহিদ আলম (৩৫), মো. জুবায়ের (৩০), মো. কামরুল হোসেন (২৩) ও মো. ইয়াছির (২৫)।

বাংলাদেশি জেলেরা হলেন- শাহ আলম মিস্ত্রি (৫০), মো. নুরুল আলম (৪৫), মো. হারুন (৩৫), মো. আলাউদ্দিন (৪৫), মো. নুর হোসেন (৩৭), মো. জাকের হোসেন (৩২), মো. হালিম (৪৮), জাকির হোসেন (৩২) ও মনির হোসেন (৪৭)।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘আটকের পর নয় বাংলাদেশি জেলে ও ছয় রোহিঙ্গাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আটক রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানো হবে। জেলেদের বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা