• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নাজমা সরোয়ার জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২  

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। বাগেরহাট জেলার জেলা পর্যায়ে ২০২২ সালের শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা,ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী গণের নামের তালিকায় কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। একই উপজেলার শ্রেষ্ঠ এসএমসি হয়েছেন কচুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ ও শ্রেষ্ঠ কাব শিক্ষক, কচুয়া উপজেলার ৩৮ নং বিলকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম।
মোট ১৪টি ক্যাটাগরীতে নির্বাচিত অন্যান্যরা হলেন, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাস। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, বাগেরহাট সদরের উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।

এছাড়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, মোরেলগঞ্জ উপজেলার ৩৪নং জিলবুনিয়া কামলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনিরুল ইসলাম। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, ফকিরহাট উপজেলার কাহারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা নার্গিস। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ¦ল কুমার দাম। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা, বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসিনা পারভীন। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট সদর উপজেলার ৪৫নং হাকিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ কর্মচারী, ফকিরহাট উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মিন্টু কুমার শীল। শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, বাগেরহাট সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ মোস্তাকিম বিল্লাহ। শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার, মোল্লাহাট উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল হোসেন।ঝড়ে পড়ার হাড় কমাতে সক্ষম হয়েছে এমন বিদ্যালয়, ফকিরহাট উপজেলার এলপি উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষিকা বিথী রানী সরকার নির্বাচিত হয়েছেন।

বাছাই কমিটির সভাপতি বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা