• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে ব্র্যাকের কার্যক্রম সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২  

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক’র উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজারে ব্র্যাক আলট্রা পুওর গ্রাজুয়েশন কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। এ প্রকল্পের অধিনে সুবিধাভোগীদের বাড়ি তিনি পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে বৈঠক করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান মালিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ব্র্যাক জেলা সমন্বয়কারী এস এম ইদ্রীস আলম, জোনাল ম্যানেজার তমজিদুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম, তপন কুমার ভৌমিক প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জানান, রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ফলে একটি পরিবারও গৃহহীন থাকবেনা, অনাহারে থাকবেনা। রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধির সাথে ব্র্যাকেরও কার্যক্রম বাড়ছে। তাই এই সংস্থা অতিদরিদ্র্য পরিবারগুলোর বাড়িতে সেবা পৌঁছে দিচ্ছে। দারিদ্র্যতার দুষ্ট চক্র ভাংতে সরকারের পাশাপাশি ব্র্যাকও কাজ করছে।

প্রসঙ্গত: বাগেরহাট জেলায় ব্র্যাকের আলট্রা পুওর গ্রাজুয়েশন কর্মসূচির কার্যক্রম শুরু হয় ২০০৮ সাল থেকে। ২০২০ সাল পর্যন্ত ৩৪৮৩৮ জনকে দারিদ্র্যতার শৃঙ্খল থেকে বের করে আনতে সক্ষম হয়েছে ব্র্যাক।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা