• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে শিক্ষার্থীদের সম্প্রীতি কর্মশালা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২  

“শান্তি ও সৌহার্দ্যের বাংলাদেশ গড়বো সম্প্রীতির বন্ধনে’ প্রতিপাদ্যে বাগেরহাটে শনিবার দুপুরে শিক্ষার্থীদের “সম্প্রীতি বিষয়ক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও আন্ত ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব অনুধাবন ও ধারণা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ৮ দলের সমন্বয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এ বিতর্ক কর্মশালার আয়োজন করে বাগেরহাট সদর উপজেলা প্রশাসন ও ব্রেইভ প্রকল্প-দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। আরও বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাগেরহাটের শেখ সাকির হোসেন, সম্পাদব আবিদা সুলতানা, ব্রেভ প্রকল্পের সভাপতি এস.কে হাসিব. হাঙ্গার প্রকল্পের কো-অর্ডিনেটর এম.ডি হাফিজ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি সুরক্ষা ও সচেতনতা সৃষ্টির জন্য এ কর্মকালার আয়োজন করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা