• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাট নাসিং ইনস্টিটিউটে দু’দিন ব্যাপী অনুষ্ঠান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২  

বাগেরহাট নাসিং ইনস্টিটিউটে নবীন বরণ, শিরাবরণ, কোমর-বন্ধনী, সংবর্ধনা ও বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে নানা আয়োজনে দু’দিন ব্যপী অনুষ্ঠান হয়েছে। সেবা ইনিষ্টিটিউট প্রাঙ্গনে নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মোসা: মনোয়ারা আনছার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাধায়ক অসীম কুমার সম্মাদার। বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন সিভিল সার্জন ডা: শহিদুল ইসলাম, আরএমও ডা: জোবায়ের ফারুকী, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার, জেলা পাবলিক হেলথ নার্স কনিকা সরকার, খারিদা আক্তার, জেলা পাবলিক হেলথ সহকারী নার্স জেসমিন আক্তার, নার্গিস মেমোরিয়াল নার্সিং কলেজের অধ্যক্ষ অরিফা আক্তার।
আরও বক্তব্য দেন, নার্সিং অফিসার লাভলী আক্তার, রীনা আক্তার, শ্যামলী বিশ্বাস, নুরুন্নাহার কচি, সেলিমা বেগম, মোসা: সামছুন্নাহার, মাহমুদা আক্তার, রেশমা আক্তার, ইতি সমাদ্দার, মনিরা খাতুন, সাকিল আহম্মেদ প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কৌতুক, কবিতা আবৃত্তি ইত্যাদির আয়োজন করা হয়।

নাসিং পেশার উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বক্তারা বলেন, স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই, বিশ্ব স্বাস্থ্য সেবার সাথে সঙ্গতিপূর্ণ দক্ষ নার্স গড়ে তোলা জরুরী। নির্মোহ থেকে আন্তরিকতার সাথে রোগীর সেবা করাই নার্সের কর্তব্য। মহান এ পেশার আরও উন্নতির জন্য রোগী অনুপাতে নার্স নিয়োগের পাশাপাশি উচ্চশিক্ষা ও প্রশিক্ষনের খুবই প্রয়োজন।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা