• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে কৈশরকালীন পুষ্টি সুরক্ষায় দিনব্যাপী প্রশিক্ষণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২ নভেম্বর ২০২২  

বাগেরহাটে কৈশরকালীন পুষ্টি স্বাস্থ্য সুরক্ষায় আয়রণ ফলিক এসিডের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। যদুনাথ স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে ‘নিউট্রেশন ইন্টারন্যাশনাল’ এর সহযোগীতায় এবং বাগেরহাট জেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার অনুষ্টিত এ প্রশিক্ষণে সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের একজন করে শিক্ষক অংশ গ্রহন করেন।
এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। জেলা শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুছাব্বিরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম মোর্শেদ, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল। প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন, ‘নিউট্রেশন ইন্টারন্যাশনাল’ বাগেরহাটের সমন্বয়কারী নুসরত জাহান।

এ প্রশিক্ষণে রক্তস্বল্পতার কারণ, ভবিষ্যত শারীরিক সুস্থতা এবং আয়রণ ফলিক এসিড ট্যাবলেটের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। ফলে প্রশিক্ষনার্থী শিক্ষকগণ নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের এ সংক্রান্ত স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করতে পারবেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা