• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুয়ায় শাখারীকাঠী গণহত্যা দিবস পালিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২  

শহীদদের প্রতি শ্রদ্ধা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কচুয়ায় শাখারীকাঠী গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার শাখারীকাঠী এলাকায় সাবেক ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমানের সভপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ হাসান।

বীরমুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাসের সঞ্চালনায় এসময়ে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু,নকীব মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য মো.ফিরোজুল ইসলাম, শেখ তন্ময় এমপির একান্ত সহকারী এইচ.এম. শাহিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, শিকদার হাদিউজ্জামান হাদিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের এদিন ৫ নভেম্বর বাংলা ১৮ই কার্ওিক মুক্তিকামী ৯০ জন বাঙ্গালীকে সারিবদ্ধভাবে দাড় করে রাজাকারেরা গুলি করে। এতে ঘটনাস্থলে ৪২ জন শহীদ হন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা