• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ঝলমলিয়ার রাস উৎসব সৌহার্দ্য সম্প্রীতির মিলন মেলা : কেসিসি মেয়র

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২  

রামপালের ঝলমলিয়া দীঘির পাড়ে ৬ দিন ব্যাপী শত বছরের রাস উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার ঝলমলিয়া দীঘির পাড়ে হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকে।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু, অ্যাডভোকেট দিব্যেন্দু বোস, বিচিত্র বীর্য পাড়ে, আরাফাত হোসেন কচি, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, দুই শত বছরের সৌহার্দ্য ও সম্প্রতির মিলন মেলা এই রাস উৎসব। এখানে সকল ধর্ম বর্ণের মানুষদের মিলন মেলা এই ঐতিহ্যবাহী মেলা। এখানকার মানুষ তাদের আজন্ম লালিত ধর্মীয় ঐতিহ্যকে আঁকড়ে ধরে সম্প্রতির বার্তা ছড়িয়ে দিচ্ছেন। আপনারা পূর্ণ স্নান করেছেন। এখানের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকলেই মানুষের সুখ দুঃখের সাথে আছেন। আমি ও আমৃত্যু আপনাদের পাশে থেকে সেবা করবো। আপনাদের ভালোবাসায় আমি অভিভূত, আবেগাপ্লুত। আপনারা আমাকে ও আমার স্ত্রী হাবিবুন নাহারকে বার বার ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা