• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২  

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট পৌরসভা শহরকে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাট জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে কর্মসূচীর উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।  

সারাদেশেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বাডছে, ডেঙ্গু থেকে রক্ষা পেতে বৃহস্পতিবার সকালে বাগেরহাটে পৌরসভার প্রানকেন্দ্র সাধনার মোড়ে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এউপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে মানুষকে সচেতন করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয় শীর্ষক লিফলেট বিতরণ করা হয়।এসময় পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাব্বেরুল ইসলামসহ পৌরসভা সকল কাউন্সিলরা কর্মসুচিতে অংশ নেন। এধরণের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে খুশি শহরবাসী।  

বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, পৌরশহরকে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে সকল ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে। আশাকরি আগামী ৭ দিনের মধ্যে পৌরশহর শতভাগ পরিছন্নতার আওতায় আসবে। তাই সকল বাড়ির মালিকদের সহযোগিতা আহবান জানান মেয়র।  

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন,যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে অপরিস্কার রাখার কারনে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এসব রোগ থেকে রক্ষা পেতে হলে সকলকে পরিস্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। হাট বাজারের দোকানপাট এবং নিজ বাড়ির আঙ্গিনা ও বনজঙ্গল পরিস্কার করতে হবে। যদি পরিস্কার না করে তাহলে আইনহত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা