• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

তানু ভুইয়া হত্যাকান্ডে মামলা, প্রধান অ‌ভিযুক্ত গ্রেপ্তার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২  

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভুইয়া হত্যাকাণ্ডে প্রধান অ‌ভিযুক্ত ফরিদ (২৯)সহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বাগেরহাট জেলা পুলিশ তাদের আটক করে। আটককৃতদের তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এদিকে রাতে নিহতের স্ত্রী কানিজ ফাতেমা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের বিষয়ে রবিবার (১৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় গুলিতে নিহত হন নুরে আলম তানু ভুইয়া। নিহত নুরে আলম তানু ভুইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভুইয়ার ছেলে। তিনি বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার (১২ নভেম্বর) দুপুরে নামাজে জানাজা শেষে সরুই কবর স্থানে দাফন করা হয় সাবেক এই ছাত্র নেতাকে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা