• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২  

‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৪ নভেম্বর) বাগেরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী শেঘে সকালে বাগেরহাট ডায়াবেটিক সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময়, বক্তব্য দেন, পি.সি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মোস্তাহিদুল ইসলাম রবি, হাবিবুর রহমান, ডা: আব্দুল মান্নন, বাবুল সরদার, মোয়াজ্জেম হোসেন মজনু, মহিতুল ইসলাম, অধ্যাপক হাসিবুর রহমান, শাজাহান মিনা প্রমুখ।
বক্তারা বলেন, ‘ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ। ডায়াবেটিস থেকে সুরক্ষা পেতে এবং এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে হলে সবাইকে রোগটি প্রতিরোধের উপায়গুলো জানতে হবে। সরকারের নানা পদক্ষেপের ফলে বাংলাদেশের স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার গ্রহণ এবং নিয়মিত শারীরিক পরিশ্রম না করলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন ও নিয়মিত ওষুধ গ্রহণ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা