• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে আড়াই কোটি টাকার প্রকল্প

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২  

বাগেরহাটে কমিউনিটির নেতৃত্ব উদ্বোধন, জলবায়ু ঝুকি হ্রাস, জলবায়ু সহনশীলতা ও স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতে কমিউনিটি লেড ইনোভেশন ফর ক্লাইমেট রিস্ক মিটিগেশন ইন বাংলাদেশ (ক্লাইম্ব) শীর্ষক প্রকল্প শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভার মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় আরও বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ শাহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাফিজ আল আসাদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, জেলা তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার তৈয়ব আলী প্রামানিক, রুপান্তরের প্রোগ্রাম ডাইরেক্টর ফারুক আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক আলমগীর হোসেন মীরু প্রমুখ।
কেয়ার বাংলাদেশের সহযোগিতা ও রুপান্তরের বাস্তবায়নে ২ কোটি ৩১ লক্ষ ৪৭ হাজার ৮৮৯ টাকা ব্যয়ে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ও রায়েন্দা ইউনিয়নের কমিউনিটির নেতৃত্ব উদ্বোধন, জলবায়ু ঝুকি হ্রাস, জলবায়ু সহনশীলতা ও স্থানীয় ক্ষমতা বৃদ্ধিতে এই প্রকল্প কাজ করবে। ২০২৫ সালের ৩১ আগস্ট এই প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রথাগত ধারণা ও জীবীকার ধরণ অনেক ক্ষেত্রে পাল্টে যাচ্ছে। এখন তীব্র লবনাক্ততা সত্ত্বেও উপকূলীয় এলাকায় কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তাই জলবায়ু পরিবর্তনে স্থানীয় ভুক্তভোগী জনসাধারণের জীবীকার উন্নয়নে উদ্ভাবনী ধারণা ও সক্ষমতার সমন্বয় করা জরুরী। এক্ষেত্রে গবেষনাধর্মী ক্লাইম্ব(সিএলআইএমবি) প্রকল্প কার্যকর অবদান রাখতে পারবে বলে আশা করছি।’


 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা