• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে ইউপি সচিবদের পারস্পারিক শিখন কর্মশালা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি’র ৭৩তম বুনিয়াদী প্রশিক্ষনের অংশ হিসাবে ৪০জন ইউপি সচিবের মধ্যকার পারস্পারিক শিখন কর্মশালা বাগেরহাটের ফকিরহাট উপজেলার মডেল বেতাগা ইউনিয়ন পরিষদের লোক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে শনিবার (২৬শে নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর উপ-সচিব ও যুগ্ম পরিচালক মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ, এনআইএলজি’র সহকারী পরিচালক কামরুন নাহার, গবেষনা কর্মকর্তা নুরুল ইসলাম ও সহকারী গ্রন্থগারিক মোঃ আবু এখতিয়ার হাশেমী।

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজিএস) অর্জন, জনঅংশিদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে পারস্পারিক শিখন এ কর্মশালায় আরো বক্তব্য রাখেন বুনিয়াদী প্রশিক্ষনে অংশ গ্রহনকারী প্রশিক্ষার্থী ইউপি সচিব মোঃ জুয়েল রানা, মোঃ শহিদুল ইসলাম, মোঃ কাওসার আহম্মেদ ও বেতাগা ইউপি সচিব ঢালী মাহাবুবুর রহমান। এর আগে সকাল ১০টায় এনআইএলজি’র প্রশিক্ষনে অংশগ্রহনকারী ৪০জন ইউপি সচিব ও অতিথিবৃন্দরা বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত বেতাগা প্রাণী সম্পদ সাব সেন্টার, মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চেঞ্জ রুম, ডিজিটাল হাজিরা সেন্টার, একাডেমিক ভবন, অর্গানিক বেতাগা, মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, চেঞ্জ রুম, পাবলীক লাইব্রেরী, লোকসাংস্কৃতিক কেন্দ্র, সুপ্রিয় পানি ব্যবস্থাপনার প্রকল্প ও মানসম্মাত স্যানিটারী ল্যাট্রিন সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা