• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপালে দস্যুতা চেষ্টার অভিযোগে আটক ২

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

দস্যুতা চেষ্টার অভিযোগে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী প্লাবন মন্ডল বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় হাবিবুল্লাহ ও সিদ্দিক কে রামপাল থানা পুলিশ গ্রেফতার করে শনিবার দুপুরে বাগেরহাটের আদালতে প্রেরন করেছে। আসামিরা হলো উপজেলার বড়দিয়া গ্রামের বেলাল শেখের পুত্র জেহাদ শেখ (২৭), ঝনঝনিয়া চেয়ারম্যানের মোড়ের ফরহাদ হোসেনের পুত্র মো. হাবিবুল্লাহ (৩০), খুলনার দাকোপ উপজেলার কালিকা বাড়ী দক্ষিণপাড়া গ্রামের খলিলুর রহমানের পুত্র মো. সিদ্দিকুর রহমান (২৫) ও একই উপজেলার খেজুরিয়া গ্রামের আ. খালেকের পুত্র হোসাইন ওরফে বাকিবিল্লাহ (৩০)।
রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, শুক্রবার ভোর রাতে বড়দিয়া গ্রামের মৃত ডাক্তার দীপক কুমারের বাড়িতে চড়াও হয় কতিপয় দস্যুরা। ওই সময়ে ডাক্তার দীপকের পুত্র প্লাবন মন্ডলের গলায় গরু জবাই করা ছুরি ধরে বাড়িতে ডাকাতির চেষ্টা করে। তাদের ডাক চিৎকারে গ্রামবাসী ছুটে এসে ২ জন কে আটক করে। ওই সময় অপর ২ জন পালিয়ে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করি। এ সময় একটি ছুরি উদ্ধার করা হয়। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা