• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে যথাযথ মর্যাদায় শুভ বড়দিন পালিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২  

বাগেরহাটের চিতলমারীতে যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে খ্রিষ্টানধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার কালশিরা গ্রামে সেন্ট পিটারস্ ক্যাথলিক চার্চে ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও কেককাটাসহ নানান কর্মস‚চি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চার্জ অফ বাগেরহাটের ব্যাপ্টিস রোভার ফাদার ডমিনিক।

শংকর ব্রহ্ম জানান, এ উপজেলায় ৪টি গির্জা রয়েছে। করোনার কারণে গত দুই বছর সীমিতভাবে উদযাপন করা হয়েছে। এবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বড়দিন। এজন্য সবাই খুশি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা