• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে কাঠ মিস্ত্রীর পরিবারের উপর হামলা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৩  

বাগেরহাটের চিতলমারীতে এক কাঠমিস্ত্রীর শিশু পুত্র ও স্ত্রীকে বেধড়ক পিটিয়ে রক্তত্ত ও ফুলা জখম করেছে এমদাদ খলিফা নামের এক ভন্ড কবিরাজ। এমদাদ খলিফা চিতলমারী উপজেলার খড়মখালী গ্রামের অধিবাসী।সোমবার (৩১ডিসেম্বর) বিকেল চার টায় ওই কাঠ মিস্ত্রীর ভাড়া বাড়ীতে ঢুকে হামলা করা হলে গুরুতর আহত হন  কাঠ মিস্ত্রী আকাশ মোল্লা (৩৮), তার স্ত্রী রত্না সুলতানা (২৮), ও শিশুপুত্র ইমাম হোসেন (৬)। ওই দিন বিকাল সাড়ে ৬টায় তাদের চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে আকাশ মোল্লার মাথায় গুরুতর আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম দেখা গেছে। আপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আকাশ মোল্লার স্ত্রী রত্না সুলতানা জানান, খড়ম খালী গ্রামের সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার মোঃ নজরুল ইসলাম খলিফার বাড়ীতে তাদের পরিবার দীর্ঘদিন ভাড়া থাকেন। রান্না ঘরের সমস্যা হওয়ায় বাড়ীর মালিকের অনুমতি নিয়ে ছোট একটি চালা প্রস্তুত করাকে কেন্দ্রকরে এমদাদ খলিফা তাদের লাঠিসোটা দিয়ে অতর্কিত মার পিট করে। তিনি প্রশাসনে প্রতি এই ন্যাক্কারজনক হামলার বিচার দাবি করেছেন।

এব্যপারে বাড়ীর মালিক নজরুল খলিফা জানান, আমার বাড়ীতে ওরা ভাড়া থাকে।অনুমতি নিয়ে কাজ করছে। সেখানে প্রবেশ করে তাদের মারপিট করার সাহস সে পেলো কোথায়। আমি ঘটনার দিন ঢাকায় ছিলাম।বাড়ী আসছি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ও আমার ভাই হলেও ছাড় দেয়া হবেনা। ওই এমদাদ খলিফার বিরুদ্ধে ভূঁয়া কবিরাজীর নামে প্রতারনা করে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতসহ নানাবিধ অভিযোগ রয়েছে। যাহা পত্রপত্রিকায় প্রকাশিত হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত এমদাদ খলিফাকে মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া গেছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা