• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে সরকারি বনায়নের গাছ চুরির অভিযোগ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৩  

বাগেরহাটের চিতলমারী উপজেলার গোড়া নালুয়া গ্রামের জাহিদ শেখ (৪২) নামের এক যুবকের বিরুদ্ধে সরকারি গাছ চুরির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন যাবত জাহিদ শেখ ও তার সঙ্গীয় লোকজন উপজেলার কলিগাতী শরীফ বাড়ীর মোড় থেকে গোড়া নালুয়া আশ্রম পর্যন্ত প্রায় দুই কিলো মিটার রাস্তার দুইপাশের বন বিভাগের অর্জুন,চম্বল, শিশু, আকাশ মনি,মেহগুনীসহ  বিভিন্ন প্রজাতির গাছ চুরি করে আসছে বলে স্থানীয় সাবেক জনপ্রতিনিধি ও সাধারন মানুষের অভিযোগ রয়েছে। জাহিদ গোড়া নালুয়া গ্রামের আনোয়ার শেখের ছেলে।
 স্থানীয় শিবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগম জানান জাহিদ ও তার  সাঙ্গপাঙ্গরা দীর্ঘদিন ধরে সরকারী গাছ চুরির সাথে জড়িত থাকলেও এলাকার সাধারন মানুষ প্রতিবাদ করতে সাহস পাননা। সর্বশেষ ৬ জানুয়ারী (শনিবার) দুপুরে গাছ কেটে চেরাই করে লুকোবার পুর্বে আমি জেলা রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধুকে অবগত করি।  অত:পর তিনি সরেজমিনে এসে চোরাইকরা কাঠগুলো জব্দকরেঅফিসে নিয়ে যান। এ সময় জাহিদসহ তার সাঙ্গপাঙ্গরা গা-ঢাকাদেয়। 
স্থানীয়দের মধ্যে নাম প্রকাশ না করা সত্ত্বে অনেকে  সাংবাদিকদের জানান চুরিকরা বিভিন্ন প্রজাতির গাছগুলো কেটে নিয়েছে জাহিদ তার প্রমান স্বরুপ সরেজমিনে দেখতে পাবেন গাছের অবশিষ্ট গোড়াগুলো। এব্যপারে শনিবার সন্ধ্যায় জেলা রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধুর সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান গাছ কাটার ঘটনা সত্য। জাহিদ নামের এক যুবকসহ কয়েকজনের বিরুদ্ধে গাছ চুরির সাথে জড়িত থাকার অভিযোগ পেয়েছি। আমি চোরই গাছের কিছু চেরাই কাঠ উদ্ধার করে অফিসে নিয়ে আসছি। অভিযোগকারীর  জবানবন্দি অনুযায়ী ফরেষ্ট কোটে মামলা দেয়া হবে। এব্যপারে জাহিদ শেখের মোবাইল ফোন ০১৮৬৪-৪৫৪৮২৩ নম্বরে  জানতে চাইলে তিনি গাছ চুরির বিষয়টি অস্বীকার করেন।  

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা