• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটে অপদ্রব্য পুশ কৃত চিংড়ি বিনষ্ট

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩  

বাগেরহাটের মোল্লাহাটে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি মাছ বিনষ্ট করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা কালে অপদ্রব্য পুশকৃত ওই চিংড়ি মাছ জব্দ ও বিনষ্ট করা হয়। এ ঘটনায় মাছের মালিককে (মূল হোতা) না পাওয়ায় পরিবহনের দায়ে ভ্যান চালক ২ জনকে আর্থিক সাজা প্রদান করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুলিয়া এলাকায় ২টি ভ্যানে পরিবহন কৃত চিংড়ি মাছ পরীক্ষা করে তাতে অপদ্রব্য পুশের প্রমান পাওয়া যায়। তখন এর মূল হোতা (মাছের মালিক) পক্ষ কৌশলে পালিয়ে যায়। পরে পুশকৃত ওই মাছ জব্দ করে বিনষ্ট করা। এ ছাড়া পরিবহনের দায়ে দুই ভ্যান চালক আলামিন ও রফিক মুন্সি'কে আর্থিক সাজা প্রদান করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা