• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের দাফন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩  

বাগেরহাটের চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) সকাল ১১ টায় বারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে জানাজা নামাজ শেষে কলিগাতি গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা, থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ শাহিন শেখ জানান, তাঁর পিতা প্রায় ১০ বছর ধরে চিতলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ডের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন রোগভোগের পর রোববার (১৫ জানুয়ারী) বিকেল পোনে ৫ টায় কলিগাতি গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেনে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা