• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ড

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

বাগেরহাটের চিতলমারীতে দুইটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারী) বেলা ১২ টায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা এ অর্থদন্ডাদেশ দেন। এ সময় ২টি মামলার মাধ্যমে মোট ১০ হাজার টাকা আদায় করা হয়। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনসহ কৃষি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা জানান, সরকারি নির্দেশ অমান্য করায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে কৃষি বিপনন আইন-২০১৮ সালের ১৯ ধারা মোতাবেক চিতলমারীর মেসার্স শেখ ট্রেডার্সকে ৫ হাজার টাকা ও মেসার্স এন এস ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা