• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের কমিটি গঠন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

বাগেরহাটে যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের এসিলাহা মিলনায়তনে জেলা সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সবার সম্মতিক্রমে গঙ্গা রানী মন্ডলকে সভাপতি, ব্রজেন্দ্রনাথ বিশ্বাসকে সাধারন সম্পাদক এবং ইব্রাহিম হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করা হয়। পরবর্তীতে বর্তমান কমিটির নব নির্বাচিত এই নেতৃবৃন্দ বাগেরহাট জেলার জন্য পূর্নাঙ্গ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবেন।
এছাড়া কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বাগেরহাট যাত্রা শিল্পি উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি সুমন্ত কুমার সাহার সভাপতিত্বে সম্মেলনে জেলা কালাচারাল অফিসার রফিকুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা হৃষিকেশ দাস, বীর মুক্তিযোদ্ধা ডা: অসিমাভ ডাকুয়া, যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বদরুল আলম দুলাল, সহ-সভাপতি অজয় সরকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা গাজী লিয়াকত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের যাত্রা শিল্পিগণ উপস্থিত ছিলেন। নব নির্বাচিত জেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল যাত্রা শিল্পীদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, যাত্রা শিল্প বাঙ্গালী সংস্কৃতির অবিচ্ছেদ্য ধারা। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে যাত্রা শিল্প আমাদের অনুপ্রানিত করে। আকাশ সংস্কৃতির কাছে আমাদের যাত্রা শ্ল্পি যেন হারিয়ে না যায় সে জন্য কার্যকর পদক্ষেপ বর্তমান সরকার গ্রহন করছে। যাত্র শিল্পকে উৎসাহিত করা হচ্ছে।”

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা