• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রাশিয়ার ৬৯ জাহাজ মোংলায় নোঙ্গর করতে পারবে না

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ৬৯টি জাহাজকে মোংলাবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এতে নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার কোনো জাহাজ গ্রহণ করছে না বাংলাদেশ।

গত ৫ জানুয়ারি নৌপরিবহন মন্ত্রণায়ের উপ-সচিব এস এম মোস্তফা কামাল স্বাক্ষরিত মোংলাবন্দর কর্তৃপক্ষকে জানানো নিষেধাজ্ঞার এক চিঠির বরাত দিয়ে মোংলাবন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা সাতটি কোম্পানির ৬৯ জাহাজকে বন্দরে প্রবেশ, নিবন্ধন, জাহাজ বাঙ্কারিং (তেল সরবরাহ), শ্রেণিকরণ, সনদায়ন, রক্ষণাবেক্ষণ, পুনঃসরবরাহ, রিফুয়েলিং, বীমা এবং অন্যান্য সামুদ্রিক পরিসেবা নিষেধাজ্ঞার আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণসহ পতাকা রেজিস্ট্রেশনকারী সংস্থা কর্তৃক জাহাজগুলোর জন্য স্থায়ী ও অস্থায়ী যেকোনো ধরনের রেজিস্ট্রেশন প্রদান না করার জন্য মোংলাবন্দরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, ‘মন্ত্রণালয় থেকে আসা চিঠিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা সাতটি কোম্পানির ৬৯ জাহাজের নাম উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করতে ৬৯টি জাহাজের তালিকা বন্দর সংশ্লিষ্ট এজেন্ট ও ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয়েছে। এসব জাহাজ যাতে মোংলাবন্দরে প্রবেশ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে।

মোংলাবন্দর ব্যবসায়ী সাংবাদিক এইচ এম দুলাল বলেন, ‘নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ৬৯টি জাহাজের তালিকা বন্দর কর্তৃপক্ষ থেকে হাতে পেয়েছি। আগে থেকে অবহিত করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তা না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো।’ 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা