• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

লাইটার জাহাজ ডুবলেও নিরাপদ রয়েছে মোংলা বন্দরের মূল চ্যানেল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

বুধবার ২৫ জানুয়ারি দিবাগত রাত সোয়া ১২টার দিকে মোংলা বন্দরের বহিনঙ্গরের হারবারিয়া ৮ এলাকায় ৫০০টন সার নিয়ে এমভি শাহাজালাল এক্সপ্রেস নামে একটি লাইটার জাহাজ ডুবে যায়। তবে লাইটার জাহাজটি ডুবলেও নিরাপদ রয়েছে বন্দরের মূল চ্যানেল। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মাখরুজ্জামান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলাহয় মংলা বন্দরে ডেপুটি হারবার মাস্টার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। ডুবো জাহাজটি চ্যানেলের পূর্ব পাশে হওয়ায় বর্তমানে চ্যানেলটি বাণিজ্যিক জাহাজ চলাচলে সম্পূর্ণ নিরাপদ রয়েছে। ইতিমধ্যে ডুবো জাহাজটি চিহ্নিত ও নিরাপদে জাহাজ চলাচলের জন্য উক্ত স্থানে একটি বিশেষ বয়া স্থাপন করা হয়েছে। ডুবে যাওয়া কার্গো জাহাজটি উদ্ধারের জন্য স্যালভেজের কার্যক্রম চলমান এবং অতি দ্রুত চ্যানেল থেকে কার্গো জাহাজটি অপসারণ করা হবে বলে জানানো হয়। বর্তমানে হারবারিয়াস্থ বিটিএমআইএস এর মাধ্যমে সর্বক্ষণিক ডুবে যাওয়া জাহাজের অবস্থান তদারকি করা হচ্ছে বলেও জানানো হয়

বন্দরের বহিনঙ্গরের হাড়বাড়িয়া-৯ এ অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ MV. VITA OLYMPIC থেকে ৫০০টন সার নিয়ে লাইটার জাহাজটি যশোরের নোয়াপাড়া এলাকায় যাওয়ার পথে মোংলা বন্দরের বহিনঙ্গর হাড়বাড়িয়া-৮ এলাকায় এসে অন্য একটি জাহাজের সাথে ধাক্কা লেগে প্রোপেলার ভেঙ্গে পানি ঢুকে ডুবে যায়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা